টুইটার
টুইটার

টুইটারে ভিডিও দেখার সময় অন্য অ্যাপও ব্যবহার করা যাবে

স্মার্টফোনের এক পাশে টুইটারের ভিডিও দেখার পাশাপাশি অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা। নতুন এ সুযোগ দিতে নিজেদের আইওএস অ্যাপে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হালনাগাদ করছে টুইটার। এরই মধ্যে বেশ কিছু আইফোন ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

বর্তমানে টুইটারে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা কাজে লাগিয়ে ফোনের পর্দার এককোণে ভিডিও দেখার সুযোগ মিলে থাকে। ফলে ভিডিও দেখার পাশাপাশি টুইটারের নিউজ ফিড সহজে স্ক্রল করা যায়। নতুন এ সুবিধা চালু হলে ফোনের পর্দার এক পাশে ভিডিও দেখার পাশাপাশি অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করা যাবে।

নিজেদের আইওএস অপারেটিং সিস্টেম সংস্করণের জন্য হালনাগাদ ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা এখনো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেনি টুইটার। ধারণা করা হচ্ছে, নতুন এ সুবিধার মান উন্নয়ন করে শিগগিরই উন্মুক্ত করা হবে। টুইটারের হালনাগাদ আইওএস সংস্করণ ব্যবহারকারীরা পর্যায়ক্রমে এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

টুইটারের মালিকানা নেওয়ার পরপরই সাইটটির ব্যবহারপদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় গত মে মাসে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য দুই ঘণ্টার ভিডিও আপলোডের সুযোগ চালু করেছে টুইটার। আকারে বড় এসব ভিডিও দেখার সময় অন্য কাজ করার সুযোগ দিতেই ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হালনাগাদ করছে টুইটার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া