এমআইটির ওয়ার্লউইন্ড কম্পিউটারে প্রথমবারের মতো কি–বোর্ড যুক্ত হয়। কম্পিউটারে ডেটা ইনপুট দেওয়ার জন্য কি–বোর্ডের ব্যবহার এটাই প্রথম।
৪ জুলাই ১৯২১
ফরেস্ট প্যারির জন্ম
আজকের যে ক্রেডিট কার্ড সেটি ব্যবহার করার সময় ফরেস্ট প্যারির কথা আমরা স্মরণ করতেই পারি। ক্রেডিট কার্ড বা ইলেকট্রনিক পরিচয়পত্রে যে চৌম্বকীয় ফিতা (ম্যাগনেটিক স্ট্রিপ) ব্যবহার করা হয়, সেটির উদ্ভাবক ফরেস্ট কোরি প্যারি। এই স্ট্রিপেই কার্ড ব্যবহারের সব তথ্য সংরক্ষিত থাকে। আইবিএমের প্রকৌশলী ফরেস্ট প্যারি ১৯২১ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ইউটাহতে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালের ৩১ ডিসেম্বর তিনি মারা যান।
আইবিএমে থাকাকালীন ফরেস্ট প্যারি ডাকব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি প্রয়োগে নানা অবদান রাখেন। বিশেষ করে চিঠি বাছাই, গোছানো ও চিঠি বা পার্সেলের গতিবিধি অনুসরণ করার ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখেন তিনি। এসব প্রযুক্তির মধ্যে ছিল ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিডার), ইউপিসি (ইউনিভার্সেল প্রোডাক্ট কোড), চেকআউট সিস্টেম ও এওসিআর (অ্যাডভান্সড অপটিক্যাল ক্যারেক্টার রিডার)।
৪ জুলাই ১৯৫৬
কম্পিউটারে যুক্ত হলো কি–বোর্ড
কম্পিউটারে তথ্য প্রবেশ করাতে (ইনপুট দিতে) বা কোনো নির্দেশনা দিতে পাঞ্চকার্ডই ছিল ভরসা। ১৯৫৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) তৈরি ওয়ার্লউইন্ড কম্পিউটারে প্রথমবারের মতো কি–বোর্ড যুক্ত হয়। কম্পিউটারে ডেটা ইনপুট দেওয়ার জন্য কি–বোর্ডের ব্যবহার এটাই প্রথম। এখন তো কম্পিউটারে কি–বোর্ডের ব্যবহার কোনো ব্যাপারই না। কিন্তু তখন এই যন্ত্রে পাঞ্চকার্ড ঢুকিয়ে প্রোগ্রামারদের বিভিন্ন কাজের নির্দেশনা দিতে হতো। পাশাপাশি ডায়াল ঘোরাতে হতো আর সুইচ বদলাতে হতো।
কি–বোর্ডের আগে এই ওয়ার্লউইন্ড কম্পিউটারে নতুন ধারার মেমোরি ব্যবহার করা হয়। সেই ‘কোর মেমোরি কম্পিউটারে যুক্ত করা হয়েছিল ১৯৫৩ সালে।
৪ জুলাই ১৯৯৭
মঙ্গলে নামল পাথফাইন্ডার
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা—নাসার দি মার্সপাথফাইন্ডার নামের রোবট মহাকাশযান প্রথমবারের মতো মঙ্গলগ্রহে নামে। ১৯৯৭ সালে এই রোবট মহাকাশযান মঙ্গলপৃষ্ঠের তথ্য সংগ্রহের জন্য মহাকাশে বেস স্টেশনে অবতরণ করে। একটি ল্যান্ডারের সমন্বয়ে ‘কার্ল সাগান মেমোরিয়াল স্টেশন’ নাম নেয় এটি। পাথফাইন্ডারের সঙ্গে ছিল হালকা ওজনের (১০ কেজি ৬০০ গ্রাম) চাকাযুক্ত রোবোটিক যান ‘সজরনার’। এটি পৃথিবীর উপগ্রহ চাঁদের বাইরে পরিচালিত প্রথম রোভার।
নাসার একটি ডেল্টা টু রকেট বুস্টারের মাধ্যমে ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর পাথফাইন্ডার যাত্রা শুরু করে। ১৯৯৭ সালের ৪ জুলাই এটি মঙ্গল গ্রহের আরেস ভ্যালিতে অবতরণ করে। ১৯৯৭ সালের ২৭ সেপ্টেম্বর পাথফাইন্ডারের অভিযান শেষ হয়। পাথল্যান্ডার রোভার উন্মোচন করে মঙ্গল পৃষ্ঠে অনেক পরীক্ষা চালিয়েছিল। এই অভিযান মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল, জলবায়ু, ভূতত্ত্ব এবং এর শিলা ও মাটির গঠন বিশ্লেষণ করেছিল। পাথফাইন্ডার ৮৫ দিন ও সজরনার ৭ দিন মঙ্গলগ্রহে গবেষণা চায়। শুরু থেকে শেষ যোগাযোগ পর্যন্ত এই রোবট মহাকাশযানের সময়কাল ছিল ৯ মাস ২৩ দিন।