কাথবার্ট হার্ড (দাঁড়ানো)
কাথবার্ট হার্ড (দাঁড়ানো)

কম্পিউটারের পথিকৃৎ কাথবার্ট হার্ডের জন্ম

৫ এপ্রিল ১৯১১

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের তৈরি কম্পিউটার গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের উপযোগী করে গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা রাখা কম্পিউটার বিজ্ঞানী কাথবার্ট হার্ড যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।

৫ এপ্রিল ২০০৬

ডেভেলপারদের ম্যাক কম্পিউটারে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ দিতে ‘বুট ক্যাম্প’ নামের একটি সফটওয়্যারের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল।

৫ এপ্রিল ১৯১১

কম্পিউটারের পথিকৃৎ কাথবার্ট হার্ডের জন্ম

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের তৈরি কম্পিউটার গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের উপযোগী করে গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা রাখা কম্পিউটার বিজ্ঞানী কাথবার্ট হার্ড যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করা কাথবার্ট হার্ডকে ১৯৪৯ সালের শুরু দিকে আইবিএমের তৎকালীন প্রেসিডেন্ট থমাস ওয়াটসন সরাসরি নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দেন। কাথবার্ট হার্ড ছিলেন আইবিএমে পিএইচডি ডিগ্রি অর্জন করা দ্বিতীয় কর্মী।

আইবিএমের বৈজ্ঞানিক কম্পিউটার ব্যবসার উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের উপযোগী কম্পিউটার তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন কাথবার্ট হার্ড। ফোরট্রান প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন ও বিকাশেও অবদান রাখেন তিনি। কাথবার্ট হার্ড ১৯৯৬ সালের ২২ মে মারা যান।

বুট ক্যাম্প সফটওয়্যার

৫ এপ্রিল ২০০৬

ম্যাক কম্পিউটারে উইন্ডোজ ব্যবহারের সফটওয়্যার উন্মুক্ত

ম্যাক কম্পিউটারে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ দিতে ‘বুট ক্যাম্প’ নামের একটি সফটওয়্যারের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। সফটওয়্যারটির মাধ্যমে ইন্টেল প্রসেসরে চলা ম্যাক কম্পিউটারে ডিস্কের মাধ্যমে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইনস্টল করার সুযোগ মিলত। ফলে ম্যাক কম্পিউটারে পরীক্ষামূলকভাবে উইন্ডোজ এক্সপির বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারতেন ডেভেলপাররা।

সূত্র: উইকিপিডিয়া