স্ট্যানফোর্ডের দুই স্নাতক হিউলেট ও প্যাকার্ড গড়ে তোলেন পৃথিবীর অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি
স্ট্যানফোর্ডের দুই স্নাতক হিউলেট ও প্যাকার্ড গড়ে তোলেন পৃথিবীর অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি

হিউলেট–প্যাকার্ড ইনকরপোরেটেড হলো

১৮ আগস্ট ১৯৪৭

হিউলেট–প্যাকার্ড (এইচপি) কোম্পানি ইনকরপোরেটেড হলো।

১৮ আগস্ট ১৯৮৫

কুইকবেসিকের প্রথম সংস্করণ ছাড়ে মাইক্রোসফট করপোরেশন।

১৮ আগস্ট ১৯৪৭
হিউলেট–প্যাকার্ড কোম্পানি ইনকরপোরেটেড হলো
যুক্তরাষ্ট্রের পালো অ্যাল্টোর একটি গ্যারেজ থেকে উইলিয়াম হিউলেট ও ডেভিড প্যাকার্ডের তৈরি প্রথম অসিলেটর বিক্রি হওয়ার ৯ বছর পর তাঁদের কোম্পানি ইনকরপোরেটেড হয়। এ গ্যারেজেই তাঁরা ৫৩৮ ডলার পুঁজি নিয়ে দোকান খুলেছিলেন। হিউলেট–প্যাকার্ড, অর্থাৎ এইচপি কোম্পানির নামে কার নাম আগে বসবে, এটি তাঁরা পয়সা দিয়ে টস করে ঠিক করেছিলেন।

ডিজনির ফ্যানটাসিয়া সিনেমার জন্য প্রথম অসিলেটর বিক্রি করা এ দুই স্ট্যানফোর্ড স্নাতক পরে পৃথিবীর অন্যতম বৃহত্তম ইলেকট্রনিকস কোম্পানি গড়ে তোলেন।

ডসভিত্তিক কুইকবেসিক

১৮ আগস্ট ১৯৮৫
কুইকবেসিকের প্রথম সংস্করণ ছাড়ে মাইক্রোসফট
মাইক্রোসফট কুইকবেসিক (কিউবি) হলো বেসিক প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লেখার একটি সমন্বিত কম্পাইলার। মূলত ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডসে চলে কুইকবেসিক। যদিও এর একটি স্বল্পমেয়াদি সংস্করণ ছিল ম্যাক ওএসের জন্য। এটি কিছুটা জিডব্লিউ–বেসিকভিত্তিক হলেও এটি ব্যবহারকারীকে তাঁর চাহিদামতো প্রোগ্রামিং কাঠামো তৈরি ও গ্রাফিকস তৈরির সুযোগ দিত। মাইক্রোসফট বেসিক প্রফেশনাল ডেভেলপমেন্ট সিস্টেমের প্রাথমিক স্তর হিসেবে কুইকবেসিকের বিপণন করে।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ, উইকিপিডিয়া