ব্রাজিল জিতবে এমনই বলেছে কাশেফ
ব্রাজিল জিতবে এমনই বলেছে কাশেফ

কাশেফের ভবিষ্যদ্বাণী

ব্রাজিল ও আর্জেন্টিনা কি জিতবে আজকের কোয়ার্টার ফাইনালে?

বিশ্বকাপ ফুটবলের শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হচ্ছে আজ রাত থেকে। রাত ৯টায় প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া এবং রাত ১টায় দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিটি ম্যাচের মতো আজকের ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ। কাশেফের ‘গণনা’য় কোন কোন দল আজ তাদের ম্যাচে জিতে সেমিফাইনালে যাবে, তা এবার দেখা যাক।

আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ

প্রথম ম্যাচে ব্রাজিলের জয়কে অনেকটা এগিয়ে রেখেছে এই রোবট। ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৭০ শতাংশ—বলেছে কাশেফ। ক্রোয়েশিয়ার সম্ভাবনা ৩০ শতাংশ।
আজ রাতের শেষ ম্যাচে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, দুই দলের জয়ের সম্ভাবনা কাছাকাছি দেখছে কাশেফ। তবে আর্জেন্টিনা এগিয়ে আছে কিছুটা। কাশেফের ভবিষ্যদ্বাণী অনুযায়ী আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ, আর নেদারল্যান্ডসের সম্ভাবনা ৪৮ শতাংশ।

কাতার বিশ্বকাপের প্রথম পর্বের ৪৮ ম্যাচে কাশেফের করা ভবিষ্যদ্বাণী মিলে গেছে ৬৫ শতাংশ ক্ষেত্রে। দ্বিতীয় পর্বে কিন্তু কাশেফের সাফল্য আরও বেশি। শেষ ষোলোর আট ম্যাচের সাতটিতেই সফল কাশেফ। শুধু মরক্কোর কাছে হেরে গেছে এই রোবট। কাশেফ বলেছিল স্পেন জিতবে। কিন্তু টাইব্রেকারে স্পেনকে হারিয়ে দেয় মরক্কো।

বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল দিচ্ছে এই রোবট। এ জন্য প্রায় ২০০ ধরনের ১ লাখ তথ্যের একটি তথ্যভান্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে প্রোগ্রামটি। প্রতিটি ম্যাচের পর কাশেফের প্রোগ্রামেও সেটির তথ্য-উপাত্তও যোগ হয়। প্রতিদিনই নতুন করে হিসাব-নিকাশ করে কাশেফ ভবিষ্যদ্বাণী করছে।