সৌদি আরবে প্রযুক্তিসেবা দিতে গ্লোবাল এআই শীর্ষ সম্মেলনে জিওটেকের সঙ্গে চুক্তি করেছে আস্থা আইটি
সৌদি আরবে প্রযুক্তিসেবা দিতে গ্লোবাল এআই শীর্ষ সম্মেলনে জিওটেকের সঙ্গে চুক্তি করেছে আস্থা আইটি

জিওটেকের মাধ্যমে সৌদি আরবে প্রযুক্তিসেবা দেবে আস্থা আইটি

সৌদি আরবে প্রযুক্তিসেবা দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘আস্থা আইটি’। গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল এআই শীর্ষ সম্মেলন চলাকালে দেশটির ভূতাত্ত্বিক জরিপ, অনুসন্ধান, পরিষেবা প্রতিষ্ঠান জিওটেকের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আস্থা আইটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় আস্থা আইটির বিভিন্ন প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের জিওলোকেশনের সুবিধাগুলো পরিচালনা করবে জিওটেক। অপর দিকে আস্থা আইটি জিওটেকের কার্যক্রম বাংলাদেশে প্রসার করতে সর্বাত্মক সহায়তা করবে।  

আস্থা আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসনাইন রিজভি রহমান বলেন, ‘আমরা একটি নতুন যাত্রা শুরু করছি, যা আমাদের বিশ্বব্যাপী প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জিওলোকেশন খাতে উদ্ভাবন এবং নতুন নতুন সম্ভাবনার দরজা উন্মোচন করে একটি সুন্দর এবং চমৎকার পৃথিবী বিনির্মাণে ভূমিকা রেখে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’