ম্যাক্স নিউম্যান
ম্যাক্স নিউম্যান

প্রযুক্তির এই দিনে: ৭ ফেব্রুয়ারি

প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের সহনির্মাতা ম্যাক্সওয়েল নিউম্যানের জন্ম

ব্রিটিশ গণিতবিদ, সংকেতলিপি সমাধানকারী (কোডব্রেকার) ও প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের সহনির্মাতা ম্যাক্সওয়েল (ম্যাক্স) হারম্যান আলেকজান্ডার নিউম্যান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জন্মগ্রহণ করেন।

৭ ফেব্রুয়ারি ১৮৯৭
প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের সহনির্মাতা ম্যাক্সওয়েল নিউম্যানের জন্ম
ব্রিটিশ গণিতবিদ ও সংকেতলিপি সমাধানকারী (কোডব্রেকার) ম্যাক্সওয়েল (ম্যাক্স) হারম্যান আলেকজান্ডার নিউম্যান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জন্মগ্রহণ করেন। প্রথম ব্যবহারিক ইলেকট্রনিক কম্পিউটার ‘কলোসাস’–এর অন্যতম নির্মাতাও ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর কাছ থেকে কলোসাস কম্পিউটার তৈরি হয়। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে তিনি রয়েল সোসাইটি কম্পিউটিং মেশিন ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। ১৯৪৮ সালে এই ল্যাবরেটরি থেকে এএসইএম (স্মল স্কেল এক্সপেরিমেন্টাল মেশিন) তৈরি হয়। এই যন্ত্র ‘ম্যানচেস্টার বেবি’ হিসেবেও পরিচিত। এটি ছিল প্রোগ্রাম সংরক্ষণ করার সুবিধাসহ বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।

ম্যাক্সওয়েল নিউম্যান ইউনিভার্সিটি অব হাল থেকে ১৯৬৮ সালে ডিএসসি (ডক্টর অব সায়েন্স) ডিগ্রি অর্জন করেন। তিনি এলএমএস ডি মর্গান পদক (১৯৬২) ও রয়েল সোসাইটি সিলভেস্টার পদক (১৯৫৮) পেয়েছেন। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি ম্যাক্স নিউম্যান মারা যান।

মাদারবোর্ডে যন্ত্রাংশ যুক্ত করতে সিএনআর স্লট

৭ ফেব্রুয়ারি ২০০০
মাদারবোর্ডে সিএনআর স্লট নিয়ে এল ইন্টেল
নেটওয়ার্কিং, অডিও ও টেলিযোগাযোগের যন্ত্রাংশ সংযুক্ত করতে পার্সোনাল কম্পিউটারের মাদারবোর্ডে কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং রাইজার (সিএনআর) স্লট নিয়ে আসে ইন্টেল করপোরেশন। পেন্টিয়াম থ্রি প্রসেসর–সমর্থিত মাদারবোর্ডে সিএনআর স্লট যুক্ত করা হয়। এই স্লটগুলোতে নেটওয়ার্কিং, অডিও বা ইন্টারনেট সংযোগের জন্য বাড়তি কার্ড (যন্ত্রাংশ) যুক্ত করা যেত।

কম্পিউটার থেকে টেলিফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হওয়ার মডেম কার্ড। এটি সিএনআর স্লটে লাগাতে হতো