বাংলাদেশে ইতালির জনপ্রিয় ‘এসিসি’ ব্র্যান্ডের কম্পিউটার-ল্যাপটপসহ মনিটর তৈরি ও বাজারজাত করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এসিসি ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য উন্মোচনের পাশাপাশি এ ঘোষণা দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে এসিসি ব্র্যান্ডের চারটি মডেলের ল্যাপটপ, দুটি মডেলের ডেস্কটপ এবং একটি মডেলের মনিটর উৎপাদন করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপগুলোতে ইনটেলের সর্বাধুনিক এআই আলট্রা কোরআই থ্রি, কোরআই ফাইভ এবং কোরআই সেভেন প্রসেসর ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে এসিসি ব্র্যান্ডের অন্যান্য প্রযুক্তিপণ্যও উৎপাদন করা হবে।
ওয়ালটনের তথ্যমতে, ২০২২ সালে এসিসি ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য উৎপাদনের স্বত্ব পেয়েছে ওয়ালটন। ইতিমধ্যেই দেশের বাজারে এসিসি ব্র্যান্ডের টেলিভিশন, এয়ারকন্ডিশনার এবং ওয়াশিং মেশিন বাজারজাত শুরু করেছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার এসিসি ব্র্যান্ডের কম্পিউটার-ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরি ও বাজারজাত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা, ওয়ালটন ডিজি-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী প্রমুখ।