স্মার্টফোনে তোলা ছবি জমা দিয়ে ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আমির। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি স্মার্টফোন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন শামস নাঈম। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন কিশোরেশ ভট্টাচার্য এবং বিশেষ স্বীকৃতি পেয়েছেন সুস্মিত দাস ও তাজউদ্দিন আহমেদ। ১৪ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নলেজ গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আয়োজিত এ প্রতিযোগিতায় তিন হাজারের বেশি অংশগ্রহণকারী ১৪ হাজারের বেশি ছবি জমা দেন। ৭ নভেম্বর প্রাথমিক বাছাই পর্ব শেষে সেরা ৫০টি ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এরপর বাছাই করা ছবি থেকে সেরা ছবি নির্বাচন করে বিজয়ী আলোকচিত্রীদের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী ও তাহনান ফেরদৌস। কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন আলোকচিত্রী রাকিব হাসান ও এহসানুল সিদ্দিকী।
প্রতিযোগিতার আয়োজক রিয়েলমি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিযোগিতা প্রমাণ করেছে মোবাইল ফটোগ্রাফি তরুণ আলোকচিত্রীদের দৃষ্টিভঙ্গি প্রকাশের ও বিশ্বের সৌন্দর্য ধারণ করার একটি শক্তিশালী মাধ্যম। নতুন প্রতিভাকে অনুপ্রাণিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং বিভাগের পরিচালক ড্যারেন ঝ্যাং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল প্রমুখ।