টিপস

হোয়াটসঅ্যাপে উচ্চ রেজল্যুশনের ছবি পাঠাবেন যেভাবে

শখের বসে বা কাজের প্রয়োজনে উচ্চ রেজল্যুশনের ছবি তোলেন অনেকেই। কিন্তু হোয়াটসঅ্যাপে এসব ছবি পাঠালে প্রাপক সঠিক মানের ছবি দেখতে পারেন না। ফলে কাঙ্ক্ষিত কাজ করা সম্ভব হয় না। তবে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ কাজে লাগিয়ে চাইলেই উচ্চ রেজল্যুশনের বা প্রকৃত মানের ছবি আদান-প্রদান করা যায়।

নিজের পছন্দমতো ছবির মান নির্বাচনের জন্য প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করে সেটিংস অপশন চালু করতে হবে। এরপর স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে ক্লিক করে মিডিয়া আপলোড কোয়ালিটির নিচে থাকা ফটো আপলোড কোয়ালিটি নির্বাচন করলেই ‘অটো’, ‘বেস্ট কোয়ালিটি’ বা ‘ডেটা সেভার’ অপশন দেখা যাবে। এবার বেস্ট কোয়ালিটি অপশন নির্বাচন করে ওকে বাটন চাপতে হবে। ঠিক একইভাবে আইফোনে স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে ক্লিক করে বেস্ট কোয়ালিটি অপশন নির্বাচন করলেই উচ্চ রেজল্যুশন বা প্রকৃত মানের ছবি আদান-প্রদান করা যাবে।