হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ গ্রুপের পরিচিতি বিস্তারিতভাবে দেওয়া যাবে

বিনোদন বা কাজের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত হন। কেউ আমন্ত্রিত হয়ে আবার কেউ নিজের আগ্রহে বিভিন্ন গ্রুপের সদস্য হতে আবেদন করেন। তবে হোয়াটসঅ্যাপের গ্রুপের নাম ও ধরন সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে হওয়ায় অপরিচিত অনেকেই বিভিন্ন গ্রুপের কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জানতে পারেন না। আর তাই গ্রুপের নাম বড় দেওয়ার পাশাপাশি গ্রুপের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করার সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ।

নতুন এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের বিবরণে গ্রুপের উদ্দেশ্য, ব্যবহারের নিয়ম, আলোচনার বিষয়বস্তুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা যাবে। ফলে সদস্যদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিরাও গ্রুপটির কার্যক্রম সম্পর্কে আগে থেকেই ধারণা পাবেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ২৫ অক্ষরের মধ্যে লিখতে হয়। নতুন এ সুবিধায় সর্বোচ্চ ১০০ অক্ষরে গ্রুপের নাম দেওয়া যাবে। ফলে গ্রুপকে আরও কার্যকরভাবে সবার সামনে উপস্থাপন করা সম্ভব হবে। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের এ সুবিধা পরখ করারও সুযোগ দিচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।