স্মার্টফোনের পর্দায় দাগ পড়া ঠেকাতে অনেকেই বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেকটর (সুরক্ষা পর্দা) ব্যবহার করেন। তবে বাঁকানো পর্দার স্মার্টফোনে প্রটেকটর ব্যবহারের কারণে স্মার্টফোনের বিভিন্ন ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে ভিভো। বিশেষ করে ইউভি-কিউরড টেম্পারড গ্লাস প্রটেকটর ব্যবহারের ক্ষেত্রে সঠিক পদ্ধতি এবং মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত না করলে স্মার্টফোনের কার্যকারিতা কমে যেতে পারে বলে সতর্ক করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
ভিভোর তথ্যমতে, ভুল পদ্ধতিতে প্রটেকটর লাগানোর ফলে ফোনের অডিও সমস্যা, বাটনের ত্রুটি, এমনকি ফোনের পানি প্রতিরোধক্ষমতাও কমে যেতে পারে। আর তাই যারা ইউভি গ্লুযুক্ত স্ক্রিন প্রটেকটর ব্যবহার করতে আগ্রহী, তাদের প্রটেকটর যুক্তের সময় রিসিভার, স্পিকার, বাটন, সিম ট্রে ও মাইক্রোফোনের মতো সংবেদনশীল অংশগুলো সিলিং ফিল্ম দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাঁকানো পর্দার স্মার্টফোনে ইউভি গ্লু দিয়ে প্রটেকটর যুক্তের ক্ষেত্রে যে পাঁচটি সমস্যা হতে পারে, সেগুলো দেখে নেওয়া যাক।
১. অডিওর সমস্যা
ইউভি গ্লু স্পিকারের ছিদ্র বন্ধ করে দিতে পারে, যার ফলে সাউন্ড আউটপুট কমে যেতে পারে বা শব্দ বিকৃত হতে পারে।
২. বাটনের ত্রুটি।
গ্লু লিক হয়ে সাইড বাটন আটকে যেতে পারে বা কার্যকারিতা নষ্ট হতে পারে।
৩. এয়ার বাবল ও সিগন্যাল সমস্যা।
ইনস্টলেশনের সময় বাতাস চলাচলের ফাঁক তৈরি হলে গ্লু রিসিভার বা বাটনের অংশে প্রবেশ করতে পারে। এর ফলে অডিও বিকৃতি বা বাটন নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
৪. সিম ট্রে আটকে যাওয়া ও পানি প্রতিরোধক্ষমতা হ্রাস।
গ্লু সিম ট্রেতে লিক হলে সিম ট্রে আটকে যেতে পারে এবং সিলিং রিং ক্ষতিগ্রস্ত হয়ে ডিভাইসের পানি প্রতিরোধক্ষমতা কমে যেতে পারে।
৫. ফোনে বাহ্যিক ক্ষতি।
গ্লু ব্যাটারির চামড়ার কভার বা ক্যামেরা ফ্রেমের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এতে ফোলাভাব, খোসা ওঠা বা রং উঠে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া