প্রযুক্তির এই দিনে: ৫ জুলাই

প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থ করতে প্রসেসরের দাম কমায় ইনটেল

প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থ করতে শীর্ষ প্রসেসর নির্মাতা ইনটেল করপোরেশন প্রথম ধাপে মাইক্রোপ্রসেসরের দাম কমিয়ে দেয়। এরপর আবারও দাম কমায় প্রতিষ্ঠানটি।

ইনটেলের পেন্টিয়াম প্রসেসর
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

৫ জুলাই ১৯৯৪
প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থ করতে প্রসেসরের দাম কমায় ইনটেল

শীর্ষ প্রসেসর নির্মাতা ইনটেল করপোরেশন প্রথম ধাপে মাইক্রোপ্রসেসরের দাম কমিয়ে দেয়। এরপর দ্বিতীয় ধাপেও দাম কমায় প্রতিষ্ঠানটি। এই দাম কমানোর কারণ ছিল প্রতিদ্বন্দ্বী প্রসেসর নির্মাতাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে প্রসেসর বাজারের সিংহভাগ নিজেদের দখলে নেওয়া।

প্রসেসর শিল্পে দীর্ঘমেয়াদি আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য ইনটেল বিভিন্ন কৌশল খাটায়। ফলে ইনটেলের পেন্টিয়াম চিপ আইবিএম ঘরানার পারসোনাল কম্পিউটারের জন্য ‘মান’ হয়ে দাঁড়ায়।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি