ক্রিয়েটর পোর্টাল বাংলা
ক্রিয়েটর পোর্টাল বাংলা

টিকটকে চালু হলো ক্রিয়েটর পোর্টাল বাংলা

বাংলাদেশে ‘ক্রিয়েটর পোর্টাল বাংলা’ চালু করেছে টিকটক। পোর্টালটিতে টিকটক ভিডিও তৈরির কৌশল, ব্যবহারের নীতিমালাসহ বিভিন্ন তথ্য বাংলা ভাষায় জানার সুযোগ মিলবে। ফলে বাংলাদেশের ভিডিও নির্মাতারা টিকটকের নীতিমালা অনুসরণ করে ভালো মানের কনটেন্ট তৈরি করতে পারবেন। টিকটকে @bdtiktokcreators নামে পাওয়া যাবে পোর্টালটি।

টিকটক ব্যবহারের পদ্ধতি, ভিডিও তৈরির প্রয়োজনীয় বিষয়, সফল হওয়ার উপায়, কনটেন্ট তৈরির কৌশল এবং নীতিমালা বিষয়ে পাঁচটি বিভাগ রয়েছে পোর্টালটিতে। প্রতি সপ্তাহেই বিভাগগুলোতে নতুন ভিডিও যুক্ত করা হবে বলে জানিয়েছে টিকটক। শুধু তাই নয়, কনটেন্টের মান উন্নত করার পাশাপাশি নিজস্ব কমিউনিটি তৈরিতেও সহায়তা করবে পোর্টালটি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের খুব সহজেই কনটেন্ট তৈরির সুযোগ দেয় টিকটক। তবে সফল হতে হলে পরিশ্রমের পাশাপাশি টিকটক সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। ক্রিয়েটর পোর্টাল বাংলায় নির্মাতারা ভিডিও তৈরির উপায়, দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনসহ বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।

প্রাথমিকভাবে পোর্টালটিতে মাত্র দুটি ভিডিও রয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ভিডিওর সংখ্যা বৃদ্ধি পাবে। তবে ভিডিওগুলো কে বা কারা তৈরি করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

সম্প্রতি প্রকাশিত টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, নীতিমালা লঙ্ঘনের জন্য বাংলাদেশিদের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। চলতি বছরের প্রথম তিন মাসে, অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে এসব ভিডিও সরানো হয়।