কেনা দামের চেয়ে ২ হাজার ৫০০ কোটি ডলার কমেছে এক্সের মূল্য
কেনা দামের চেয়ে ২ হাজার ৫০০ কোটি ডলার কমেছে এক্সের মূল্য

এক বছরে এক্সের মূল্য কমেছে ২ হাজার ৫০০ কোটি ডলার

গত বছরের ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে এক্স (সাবেক টুইটার) কিনে নেন পৃথিবীর অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা, উদ্ভাবক ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়ালসহ প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে বরখাস্ত করেন তিনি। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিজেই প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখার পাশাপাশি নানা হঠকারী সিদ্ধান্ত নিয়ে গত এক বছরজুড়েই প্রযুক্তি–দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন মাস্ক। কিন্তু মাস্কের মালিকানায় আসার পর গত এক বছরে এক্সের জনপ্রিয়তা ও আয় কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমে গেছে প্রায় ২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।

গত সোমবার এক্সের কর্মীদের ৪৫ ডলার সমমূল্যের একটি করে শেয়ার উপহার দেওয়া হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটির বাজারমূল্য বর্তমানে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। তবে অনেকেরই ধারণা, এক্সের বর্তমান বাজারমূল্য আরও কম। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ‘ফিডালিটি ইনভেস্টমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান এক্সে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছিল। বর্তমানে সেই শেয়ারের মূল্য ৬৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে তারা। সেই হিসাবে এক্সের বর্তমান বাজারমূল্য ১ হাজার ৫৪০ কোটি মার্কিন ডলার।

নিত্যনতুন নিয়মের কারণে ব্যবহারকারীদের পাশাপাশি এক্স থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন জেনারেল মোটরস, ফোর্ড এবং জেনারেল মিলসের মতো বড় প্রতিষ্ঠানগুলোও। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা কমার পাশাপাশি বিজ্ঞাপনী আয়ও কমে গেছে এক্সের।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস