যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬০০–এর বেশি কর্মী ছাঁটাই করেছে অ্যাপল ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানটির স্মার্ট ওয়াচ ডিসপ্লে এবং স্বয়ংক্রিয় গাড়ি প্রস্তুত প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় এত সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভলপমেন্ট ডিপার্টমেন্টে জমা দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেইনিং নোটিফিকেশন বা ওয়ার্ন কর্মসূচির নীতিমালা অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় কোনো প্রতিষ্ঠান তাদের কর্মী ছাঁটাই করলে স্টেট এজেন্সি বা সংস্থাকে সে বিষয়ে অবহিত করে ফাইল জমা দিতে হয়। আলাদা আটটি প্রতিবেদনের মাধ্যমে স্টেট এজেন্সিকে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি জানিয়েছে অ্যাপল। জানা গেছে, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে অন্তত ৮৭ জন অ্যাপলের পরবর্তী প্রজন্মের যন্ত্রের জন্য পর্দা উন্নয়ন প্রকল্পে কাজ করতেন। বাকিরা প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় গাড়ি প্রস্তুত প্রকল্পে জড়িত।
গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকেই অ্যাপলের বড় এ দুটি প্রকল্প পর্যায়ক্রমে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন প্রযুক্তি আনা ও এ খাতে বড় পরিসরে কিছু করার লক্ষ্যে পরবর্তী প্রজন্মের যন্ত্রের পর্দা ও গাড়ি প্রস্তুতের উদ্যোগ নেওয়া হলেও ব্যয় বেশি হওয়ায় প্রকল্প দুটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া যন্ত্রের পর্দা নির্মাণ প্রকল্পে নকশা করার বিষয়ে প্রকৌশলগত সমস্যা দেখা দেয়।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্ল্যারায় অ্যাপলের গাড়ি প্রস্তুত প্রকল্পের প্রধান কার্যালয় থেকে ৩৭১ জন কর্মী ছাঁটাই হচ্ছেন। এছাড়া আরও শতাধিক কর্মী অন্যান্য ছোট ছোট অফিসে কর্মরত ছিলেন। তবে গাড়ি প্রস্তুত প্রকল্পের বেশকিছু কর্মী অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস বিভাগে কাজের সুযোগ পেয়েছেন।
স্টেট এজেন্সিতে জমা দেওয়া প্রতিবেদনে ছয় শতাধিক কর্মী ছাঁটাইয়ের তথ্য জানা গেলেও অ্যাপল আনুষ্ঠানিকভাবে ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা প্রকাশ করেনি। কত সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি অ্যাপলের মুখপাত্রও। ক্যালিফোর্নিয়া ছাড়াও অ্যারিজোনায় অ্যাপলের স্মার্ট ওয়াচ ডিসপ্লে এবং গাড়ি প্রস্তুত প্রকল্পে অনেক প্রকৌশলী কাজ করেন। তারাও এই ছাঁটাইয়ের শিকার কিনা এ বিষয়টি ওয়ার্নের নোটিশে জানা যায়নি।
সূত্র: বিজনেসটাইমস ডট কম