কম্পিউটারের পাশাপাশি এবার জিমেইল অ্যাপেও ভিন্ন ভাষায় পাঠানো ই-মেইল অনুবাদ করে পড়া যাবে। নতুন এ সুবিধা দিতে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপে ‘ট্রান্সলেট’ সুবিধা চালু করেছে গুগল। এর ফলে ফোন থেকেও ভিন্ন ভাষায় লেখা ই-মেইলগুলো নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। ফলে একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাষা-জটিলতা হবে না। শিগগিরই আইওএস অ্যাপেও এ সুবিধা যুক্ত করা হবে।
গুগলের তথ্য মতে, জিমেইলের ২০২৩.০৭.২৩.এক্স সংস্করণে ‘ট্রান্সলেট’ সুবিধা যুক্ত করা হয়েছে। এ সুবিধা পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে। নতুন এ সুবিধা ব্যবহার করে ভিন্ন ভাষায় লেখা ই-মেইল বার্তা নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। ফলে খুব সহজেই অনেক ভাষায় যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
গুগলের তথ্যমতে, ভাষা অনুবাদের এ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে জিমেইল অ্যাপে ব্যবহার করা যাবে। এর ফলে ভিন্ন ভাষায় কোনো ই-মেইল এলে একটি ভাষা অনুবাদ করার জন্য একটি ব্যানার দেখাবে জিমেইল। ব্যানারে থাকা ট্রান্সলেট অপশনে ট্যাপ করলেই ই-মেইলের ভাষা পরিবর্তন হয়ে যাবে।
নতুন এ সুবিধা ব্যবহারের জন্য অবশ্যই হালনাগাদ সংস্করণের জিমেইল অ্যাপ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে গুগল। ফলে পুরোনো সংস্করণ ব্যবহারকারীদের দ্রুত অ্যাপ হালনাগাদের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ব্যবহারকারীরা চাইলে জিমেইলের সেটিংস থেকে স্বয়ংক্রিয় অনুবাদ-সুবিধা বন্ধ করতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া