হুয়াওয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা
হুয়াওয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা

বাংলাদেশে হুয়াওয়ের ২৫ বছর

বাংলাদেশে ব্যবসা পরিচালনার ২৫ বছর পূর্তি উদ্যাপন করেছে চীনের স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানের আয়োজন করে হুয়াওয়ে বাংলাদেশ।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রযুক্তির বিকল্প নেই। হুয়াওয়ে বাংলাদেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। হুয়াওয়ে সেই বন্ধুত্বকে নতুন মাত্রা দিয়েছে। তারা ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাতেও বেশ এগিয়ে রয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ হাজার জিবিপিএস ব্যান্ড উইডথ ব্যবহৃত হবে।

হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং বলেন, হুয়াওয়ে ২৫ বছর ধরে বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমরা স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন ও ডিজিটাল রূপান্তরে অবদান রাখতে কাজ করে যাব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. শামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের আইসিটি ও টেলিকম খাতে প্রযুক্তি সহজলভ্য করতে ভূমিকা রাখছে হুয়াওয়ে। কর্মসংস্থান তৈরির পাশাপাশি তরুণ-তরুণীদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।