একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য কমিউনিটিজ সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলেই বিশেষ কমিউনিটির মধ্যে যোগাযোগ করতে পারেন। এবার কমিউনিটিজ ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে ব্যবহারকারী চাইলেই নিজেদের ফোন নম্বর গোপন রেখে গ্রুপে বার্তা আদান-প্রদান করতে পারবেন। এমনকি অন্যদের পাঠানো বার্তায় প্রতিক্রিয়া দেখালেও অন্যরা ফোন নম্বর দেখতে পারবেন না। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, বর্তমানে হোয়াটসঅ্যাপের কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখা যায় না। তবে বার্তা পাঠালে বা প্রতিক্রিয়া জানালে অন্যরা ফোন নম্বর দেখতে পারেন। নতুন এ সুবিধা চালু হলে কমিউনিটিজ ব্যবহারকারীরা গ্রুপে বার্তা পাঠালে বা অন্যদের বার্তায় প্রতিক্রিয়া দেখালেও অন্য কেউ ফোন নম্বর দেখতে পারবেন না। কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপ ইনফো থেকে সুবিধা চালু করা যাবে।
সূত্র: গ্যাজেটস৩৬০