ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে নিয়মিত বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য সংগ্রহ করেন অনেকেই। তবে বিভিন্ন ওয়েবসাইটে থাকা মিথ্যা বা ভুল তথ্যের কারণে বিপাকে পড়েন অনেকে। এ সমস্যা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ‘স্টোর রিভিউস’ নামের সুবিধা যুক্ত করতে যাচ্ছে ক্রোম ব্রাউজার।
স্টোর রিভিউস সুবিধাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যের গ্রহণযোগ্যতা যাচাই করে সংক্ষিপ্ত সারাংশ তৈরি করবে। এরপর ব্যবহারকারীরা সেই ওয়েবসাইটে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে সারাংশটি প্রদর্শন করবে। এর ফলে ব্যবহারকারীরা সেই ওয়েবসাইটে থাকা তথ্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে পারবেন।
সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে সুবিধাটি চালু হলে ক্রোম ব্রাউজারে একটি পপআপ প্যানেল দেখা যাবে। সেখানেই বিভিন্ন ওয়েবসাইটের তথ্য দেখা যাবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই অনলাইন থেকে সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন।
সম্প্রতি ক্রোম ব্রাউজারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে গুগলকে ছয় মাসের মধ্যে ক্রোম ব্রাউজার বিক্রি করতে হতে পারে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্রাউজার হওয়ার পরও গুগল ক্রোমকে ঘিরে এই আইনি প্রক্রিয়া প্রযুক্তি জগতে বেশ আলোচনা তৈরি করেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস