কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর চ্যাটবট, ‘ভ্যাসা ওয়ান’ নামের এআই মডেলসহ একাধিক এআই টুল তৈরি করছে মাইক্রোসফট। এসব প্রযুক্তির তথ্য ফাঁস ঠেকাতে কর্মীদের গুগলের ‘জেমিনি’ ও পারপ্লেক্সিটি এআইয়ের তৈরি চ্যাটবটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এআই টুল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাইক্রোসফট।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের উদ্ভাবিত প্রযুক্তির তথ্য ফাঁস ঠেকাতেই কর্মীদের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি চ্যাটবট ও এআই টুল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাইক্রোসফট। এ সিদ্ধান্তের পর ‘জেমিনি’ ও পারপ্লেক্সিটি এআইয়ের তৈরি চ্যাটবটসহ বিভিন্ন এআই টুল ব্যবহার করতে গেলেই কম্পিউটারের পর্দায় সতর্কবার্তা দেখছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
তবে গুগলের ‘জেমিনি’ ও পারপ্লেক্সিটি এআইয়ের তৈরি চ্যাটবটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এআই টুল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য প্রকাশ করেনি মাইক্রোসফট । উল্লেখ্য, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্যতম বিনিয়োগকারী মাইক্রোসফট। আর তাই নিজেদের কোপাইলটসহ আরও বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা দিতে ওপেনএআইয়ের তৈরি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি।
সূত্র: নিউজ১৮ ডটকম