এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর ম্যাচগুলো সরাসরি দেখা যাবে টফি অ্যাপে। এর ফলে অ্যান্ড্রয়েড টেলিভিশনের পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের জন্য সম্প্রতি টপ অব মাইন্ডের সঙ্গে চুক্তি করেছে বাংলালিংকের ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্মটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। অন্যদিকে ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে টফি অ্যাপ নামিয়ে স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড টেলিভিশনে সহজেই এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। মাইবিএল অ্যাপের টফি বিভাগেও ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।
এ বিষয়ে বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা উপাঙ্গ দত্ত জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবলের পর এবার এশিয়া কাপ এবং আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচগুলোও টফিতে দেখা যাবে। উন্নত লাইভ স্ট্রিমিং প্রযুক্তির মাধ্যমে টফি ইতিমধ্যেই দেশের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশের ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে ভালো ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।
টপ অব মাইন্ড গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন আদিল জানিয়েছেন, ইতিমধ্যে টফি স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে, দুটি বড় ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচগুলো দেশের প্রতিটি অঞ্চলে কোটি কোটি দর্শকের কাছে সহজে পৌঁছানো যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টফির বিপণন বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, বাংলালিংকের প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগের পরিচালক কে এম জাকারিয়া এবং টপ অব মাইন্ডের চিফ গ্রোথ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল কাফি প্রমুখ।