আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর তাই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন ক্রিপ্টোকারেন্সি (ভার্চ্যুয়াল মুদ্রা) খাতের বেশ কয়েকজন বিনিয়োগকারী ও নির্বাহী। এ জন্য আগামী ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন তাঁরা। সেই অনুষ্ঠানে কমলা হ্যারিসের জন্য সর্বনিম্ন এক লাখ ডলার সংগ্রহ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকদের মধ্যে ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি ওয়ার্কিং গ্রুপের সহসভাপতি টিফানি স্মিথ ও ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা রাহিল্লা জাফর রয়েছেন। তাঁরা আশা করছেন, নির্বাচিত হলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অধীন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ক্রিপ্টো খাতে যে চাপ তৈরি করেছে, তা কমিয়ে আনবেন কমলা হ্যারিস।
এত দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন দিয়ে আসছিলেন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা। এবারই প্রথম তাঁরা কমলা হ্যারিসের সমর্থনের জন্য কোনো অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন। যদিও এক লাখ ডলার সংগ্রহের এই অনুষ্ঠান বেশ ছোটখাটোই বলা যায়। ট্রাম্প এরই মধ্যে ক্রিপ্টোবান্ধব নীতি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কমলা হ্যারিসের জন্য ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের তহবিল সংগ্রহ কার্যক্রম নির্বাচনের জন্য কৌশলগত একটি পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কমলা হ্যারিস এখনো প্রকাশ্যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নিজের অবস্থান প্রকাশ করেননি। তবে তাঁর প্রচার কর্মীরা এরই মধ্যে কয়েনবেস, রিপলসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। কমলা হ্যারিসের পক্ষে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ক্রিপ্টোকারেন্সি ওয়ার্কিং গ্রুপের সহসভাপতি টিফানি স্মিথ বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী যেন এই শিল্পের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারেন। ক্রিপ্টো ফর হ্যারিস নামের আরেকটি গ্রুপ কমলা হ্যারিসের জন্য কাজ শুরু করছে।’
প্রসঙ্গত, বড় বড় ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারাভিযানে প্রার্থীদের অনুদান দিচ্ছে। কমলা হ্যারিস প্রচারণার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান নেলসন বলেন, হ্যারিস উদীয়মান প্রযুক্তির বৃদ্ধিকে সমর্থন করেন, যা ক্রিপ্টোকারেন্সি খাতের অনেকের কাছে একটি ইতিবাচক বিষয়। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা রাহিল্লা জাফর বলেন, ক্রিপ্টোকারেন্সি খাতসংশ্লিষ্ট ভোটারদের প্রভাবিত করার জন্য কমলা হ্যারিসের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স