স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট–সেবা দিয়ে থাকে স্টারলিংক
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট–সেবা দিয়ে থাকে স্টারলিংক

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করছে ইলন মাস্কের স্টারলিংক

পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশের মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছে স্টারলিংক।

স্টারলিংকের তথ্যমতে, স্টারলিংকের স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করা যাবে। এর ফলে প্রত্যন্ত ও নেটওয়ার্কবিহীন এলাকা থেকেও মুঠোফোনে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করার সুযোগ মিলবে। এই উদ্যোগ বাস্তবায়নে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর সহযোগিতা করবে। নতুন এই উদ্যোগের আওতায় স্যাটেলাইট প্রযুক্তি ও বিদ্যমান মোবাইল নেটওয়ার্ক একীভূত করা হবে।

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে নেটওয়ার্কের পরিধি বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছে স্টারলিংক। আর তাই স্টারলিংকের মাধ্যমে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। টুইকটাউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ৫০ থেকে ৬০ এমবিপিএস গতি পাওয়া গেলেও স্টারলিংকের ব্রডব্যান্ডের সেবায় ২৫০ থেকে ৩৫০ এমবিপিএস গতি পাওয়া যায়।

স্পেসএক্স দাবি করছে, স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার জন্য নতুন কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। এর ফলে জরুরি পরিস্থিতি, গ্রামীণ এলাকা বা যোগাযোগহীন অঞ্চলগুলোয় ভ্রমণের সময় ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করতে পারবেন। এই উদ্ভাবন বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য দূর করতে ও যোগাযোগব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: ইন্ডিয়া টুডে