প্রশ্নোত্তর

ভালো গ্রাফিকসের জন্য কম্পিউটারে যা লাগবে

গ্রাফিকস বিভাগের কাজ দেখছে রূপকথা
গ্রাফিকস বিভাগের কাজ দেখছে রূপকথা
প্রশ্ন

আমি গ্রাফিকস ডিজাইন ও অফিস অ্যাপ্লিকেশন কাজের জন্য ৭০ হাজার টাকার মধ্যে কম্পিউটার কিনতে চাই। কোরআইথ্রি ১২ জেনারেশন, জিটিএক্স ১৬৫০/কোরআইফাইভ ১২৪০০ জিপিউ/রাইজেন ৫ ৫৬০০ জি—কোন প্রসেসর ব্যবহার করলে ভালো হবে।

নাইমুর হাসিব

উত্তর: কোরআইফাইভ ১২৪০০ ৬ কোর/ ১২ থ্রেড প্রসেসরের সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৪.৪০ গিগাহার্টজ। এতে অনবোর্ড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস ৭৩০ জিপিউ রয়েছে, যা দিয়ে সাধারণ গ্রাফিকসের কাজ করা যায়। অন্যদিকে কোরআইথ্রি ১২১০০+ জিটিএক্স ১৬৫০ আইথ্রি ১২১০০ ৪ কোর/ ৮ থ্রেডের সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৪.৩০ গিগাহার্টজ। জিটিএক্স ১৬৫০ ৪ গিগাবাইট জিপিইউ থাকায় এটি দিয়ে ভালোমানের গ্রাফিকসের কাজ করা যাবে। কোরআইথ্রি ১২১০০ প্রসেসরের ক্ষমতা কোরআইফাইভ ১২৪০০ থেকে কম হলেও জিটিএক্স ১৬৫০ ৪ গিগাবাইট জিপিইউ থাকায় গ্রাফিকস ডিজাইনের সব কাজ স্বচ্ছন্দে করা সম্ভব।

এএমডি রাইজেন ৫ ৫৬০০জি ৬ কোর/১২ থ্রেডের সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৪.৪০ গিগাহার্টজ। রেডিওন গ্রাফিকস জিপিইউ থাকায় এটি দিয়ে সব অফিস অ্যাপ্লিকেশন ভালোভাবে ব্যবহার করা যাবে। এর সঙ্গে ৮ গিগাবাইটের দুটি অর্থাৎ ১৬ গিগাবাইট ধারণক্ষমতার ডুয়েল চ্যানেল ৩২০০ মেগাহার্জ গতির র‍্যাম ব্যবহার করলে উন্নতমানের গ্রাফিকসের কাজ করা যাবে।

উত্তর দিয়েছেন—মেহেদী হাসান

কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী

প্রশ্ন পাঠাতে

প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যার কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ ই–মেইল: techbarta@prothomalo.com