আইফোনের জন্য নিজস্ব ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ তৈরি করছে অ্যাপল
আইফোনের জন্য নিজস্ব ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ তৈরি করছে অ্যাপল

আইফোনে নিজস্ব ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করবে অ্যাপল

আইফোনে নিজেদের তৈরি চিপ ব্যবহারের জন্য বেশ কয়েক বছর ধরে কাজ করছে অ্যাপল। এ পরিকল্পনার আওতায় একই চিপে ওয়াই-ফাই, ব্লুটুথ ও মডেম যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি। নিজস্ব চিপ তৈরির গবেষণায় বেশ সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের শুরুতেই নিজেদের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ দিয়ে তৈরি আইফোন বাজারে আনার আশা করছে অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বর্তমানে আইফোনসহ নিজেদের তৈরি বিভিন্ন পণ্যে ব্রডকমের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করে অ্যাপল। এ জন্য ব্রডকমের সঙ্গে ২০২০ সালে প্রায় দেড় হাজার কোটি ডলারের চুক্তিও রয়েছে প্রতিষ্ঠানটির। ফলে আইফোনে নিজস্ব ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে অ্যাপলের।

আইফোনে নিজেদের তৈরি মডেম ব্যবহারের জন্য ২০১৯ সালে ইন্টেলের কাছ থেকে ১০০ কোটি ডলারের বিনিময়ে মডেম তৈরির প্রযুক্তি কিনেছে অ্যাপল। এ প্রযুক্তি কাজে লাগিয়ে এরই মধ্যে এয়ারপডসসহ অ্যাপল স্মার্ট ওয়াচের জন্য ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সাল নাগাদ নিজেদের তৈরি প্রথম ৫–জি মডেম বাজারে আনার পরিকল্পনাও রয়েছে অ্যাপলের। ধারণা করা হচ্ছে, শুরুতেই সব মডেলের আইফোনে নিজেদের তৈরি মডেম ব্যবহার না–ও করতে পারে প্রতিষ্ঠানটি। অর্থাৎ বিভিন্ন মডেলের আইফোনে বর্তমানের মতোই কোয়ালকমের মডেম ব্যবহার করা হতে পারে।
সূত্র: আর্সটেকনিকা ডটকম