ভিডিও তৈরির জন্য গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মডেল ভিওকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবের ভিডিও ব্যবহার করা হয়েছে। মডেলটিকে প্রশিক্ষণের জন্য ইউটিউবের নির্দিষ্ট কিছু আধেয় বা কনটেন্ট ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে গুগল। এক প্রেস ব্রিফিংয়ে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভোলিচ জানান, অনেক ধরনের এআই মডেল এখন ব্যবহার করা হচ্ছে। এসব মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সবার জন্য উন্মুক্ত এমন আধেয় ব্যবহার করা হয়। এমনকি ইউটিউবের আধেয়ও ব্যবহার করা হয়।
চলতি বছর অনুষ্ঠিত গুগলের ডেভলপার সম্মেলন আই/ও ২০২৪-এ ভিডিও তৈরির এআই টুল ভিও উন্মুক্ত করে গুগল। গুগলের ভিও নামের এই এআই ভিডিও তৈরির মডেলটি ওপেনএআইয়ের সোরার মতোই উন্নত মানের ভিডিও তৈরি করতে সক্ষম। এমনকি ভিডিও তৈরির অন্যান্য এআই মডেল পিকা, রানওয়ে ও ইরেভারেন্ট ল্যাবসের সঙ্গে এই টুলের তুলনা করা যায়। টুলটি দিয়ে ১০৮০ পিক্সেল মানের ছয় সেকেন্ডের ভিডিও তৈরি করা যায় এবং ‘সিনেম্যাটিক’ আবহ যোগ করা যায়। ভিও মডেলের ফলে ভিডিওতে বিভিন্ন ফিল্টার যোগ করার পাশাপাশি ট্রানজিশন দেওয়া যাবে। তবে এআই মডেলটি দিয়ে তৈরি সব ভিডিওতে ডিপমাইন্ডের জলছাপ দেখা যাবে। ফলে দর্শকেরা বুঝতে পারবেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এদিকে (এআই) প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ভিডিও তৈরির সুযোগ দিতে ইউটিউব শর্টসে গুগলের ‘ভিও’ এআই ভিডিও মডেল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি কাজে লাগিয়ে দ্রুত ও সহজে পছন্দের ভিডিও তৈরি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস