তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। আর তাই বর্তমানের তুলনায় আরও সহজে ফোনকল করার সুযোগ দিতে অ্যাপে ডায়ালার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ফোন নম্বর কন্টাক্ট লিস্টে যুক্ত না করেও সরাসরি ফোনকল করা যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.১৩.১৭ বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে ডায়ালারের মাধ্যমে ফোনকল করার সুযোগ পাচ্ছেন। নতুন এ সুবিধার স্ক্রিনশটে দেখা গেছে, স্মার্টফোন থেকে কল করার আদলেই হোয়াটসঅ্যাপে একটি ডায়ালার যুক্ত করা হয়েছে। ফলে ডায়ালারটির মাধ্যমে সহজেই যেকোনো ব্যক্তির ফোন নম্বর লিখে ফোনকল করা যাচ্ছে। শুধু তা–ই নয়, চাইলে ফোন নম্বরগুলোতে বার্তাও পাঠানো যাচ্ছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরে কল করার জন্য প্রথমে নম্বরটি ফোনের কন্টাক্ট লিস্টে যুক্ত করতে হয়। অর্থাৎ কন্টাক্ট লিস্টে নম্বর যুক্ত করার পরই কেবল সেই নম্বরে হোয়াটসঅ্যাপ থেকে কল করা বা মেসেজ পাঠানো যায়। ইন-অ্যাপ ডায়ালার সুবিধা চালু হলে কন্টাক্ট লিস্টে নম্বর যুক্ত না করেও সরাসরি ফোনকল করা যাবে। ফলে দ্রুততম সময়ে অপরিচিত নম্বরে কল করার পাশাপাশি সহজে বার্তা পাঠানোর সুযোগ মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া