অ্যাপলের নতুন পণ্য পরখ করছেন দর্শনার্থীরা।
অ্যাপলের নতুন পণ্য পরখ করছেন দর্শনার্থীরা।

ফটোফিচার

ছবিতে অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান

গতকাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আয়োজিত ‘ফার আউট’ অনুষ্ঠানে নতুন আইফোনের পাশাপাশি ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রো ২ উন্মোচন করেছে অ্যাপল। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত একঝলকে দেখে নেওয়া যাক—

ছবি ১: অনুষ্ঠান শেষে পণ্য পরখ করতে দর্শনার্থীদের ভিড়।

ছবি ২: অ্যাপলের নতুন পণ্য পরখ করছেন দর্শনার্থীরা।

ছবি ৩: আইফোন ১৪ প্রো প্রদর্শন করছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।

ছবি ৪: দর্শনার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল টিম কুক।

ছবি ৫: নতুন আইফোনের ছবি তুলছেন এক দর্শনার্থী।

ছবি ৬: নতুন অ্যাপল ওয়াচ হাতে পরে পরখ করছেন এক দর্শনার্থী।

ছবি ৭: এয়ারপডস প্রো ২ কানে দিয়ে পরখ করছেন এক দর্শনার্থী।