সম্প্রতি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ‘অ্যাড ইয়োরস’ নামের একটি কনটেন্ট স্টিকার সুবিধা যুক্ত করা হয়েছে। ইনস্টাগ্রামের ‘অ্যাড ইয়োরস’–এর আদলে তৈরি কনটেন্ট স্টিকার সুবিধাটি কাজে লাগিয়ে পাবলিক থ্রেডে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করা যাবে।
জানা গেছে, হোয়াটসঅ্যাপের ‘অ্যাড ইয়োরস’ স্টিকারে যেকোনো প্রতিক্রিয়া এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা থাকবে। এর ফলে ব্যবহারকারী যাঁদের সঙ্গে স্ট্যাটাস শেয়ার করেছেন, শুধু তাঁরাই প্রতিক্রিয়া দেখতে পারবেন। অর্থাৎ ইনস্টাগ্রামের মতো সবাই সব পোস্টের প্রতিক্রিয়া দেখতে পারবেন না।
কনটেন্ট স্টিকারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস পোল’ স্টিকার ফিচারের ওপর কাজ করছে। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা স্ট্যাটাসে একাধিক উত্তরসহ পোল যোগ করতে পারবেন। সেখানে অন্যরা ভোট দিতে পারবেন। এ সুবিধার ফলে চ্যাট ছাড়া স্ট্যাটাসেও পোল যোগ করা যাবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস আপডেট’–এ মিউজিক শেয়ারিং ও ব্যক্তিগতকৃত ইমোজি যোগ করার সুবিধা যুক্ত হতে পারে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের এই সুবিধাগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ