১৯৯১ সালের ২৩ আগস্ট ইন্টারনেট এবং ওয়েব পৃথিবীর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
২৩ আগস্ট ১৯৯১
সবার জন্য উন্মুক্ত হলো ইন্টারনেট
১৯৮৯ সালের মার্চে স্যার টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভায় তাঁর কর্মস্থল ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্নে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) উদ্ভাবন করেন। ১৯৯১ সালের ৬ আগস্ট সার্নে বসেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উন্মুক্ত করেন এবং তিনি নিজেই প্রথম ওয়েবসাইটটি প্রকাশ করেন। ১৯৯১ সালের ২৩ আগস্ট ইন্টারনেট এবং ওয়েব পৃথিবীর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ইন্টারনেট ও ওয়েব উদ্ভাবনের সেই সময়ে মার্কিন প্রতিরক্ষা বাহিনী ৫০ কেবিপিএস গতির অ্যারপানেট বন্ধ করে দেয়। এর বদলে চালু হয় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্কের এনএসএফনেট। সার্ন নেটওয়ার্কের মাধ্যমে ডব্লিউডব্লিউডব্লিউ ব্যবহার করে ইন্টারনেটে ওয়েবসাইটের যাত্রা শুরু হওয়ার পর ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর ঠিক আট বছর পর ১৯৯৯ সালের ২৩ আগস্ট চালু হয় ব্লগার ইন্টারনেট সার্ভিস।
২৩ আগস্ট ১৯৯৩
এসজিআইয়ের প্রযুক্তি ব্যবহারে রাজি হলো নিনটেনডো
একটি ভিডিও গেম প্লেয়ারের জন্য ভিডিও গেম নির্মাতা নিনটেনডো সিলিকন গ্রাফিকস ইনকরপোরেটেডের (এসজিআই) প্রযুক্তি ব্যবহারে রাজি হয়। এর ফলে এসজিআই গেম প্লেয়ারের নকশা ও সফটওয়্যার তৈরির ব্যবসায় টিকে থাকে। তারা গ্রাফিকসনির্ভর কম্পিউটার তৈরি করতে থাকে। তবে এই অংশীদারত্বের ফলে নিনটেনডো এসজিআইয়ের লোকসান কমাতে পারেনি।
সূত্র: কম্পিউটার হোপ, কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি