বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বের ৪৮টি ম্যাচের ফলাফল নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট কাশেফের ভবিষ্যদ্বাণী মিলেছে ৬৫ শতাংশ। তবে শেষ ষোলোর নকআউট পর্বে প্রথম দিন গতকাল শনিবারের দুটি ম্যাচে করা কাশেফের ভবিষ্যদ্বাণী মিলেছে শতভাগ। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস উঠে গেছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
এবার জানা যাক আজ রাতের দুই ম্যাচ নিয়ে কী ভবিষ্যদ্বাণী করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি এই রোবট সফটওয়্যার কাশেফ। ফ্রান্স-পোল্যান্ডের খেলায় কাশেফের ফলাফল ফ্রান্সের পক্ষে। ৭৪ শতাংশ জয়ের সম্ভাবনা এমবাপ্পেদের দলের। আর পোল্যান্ডের সম্ভাবনা ২৬ শতাংশ।
রাত একটার ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছে কাশেফ। তার গণনায় ৬৮ শতাংশ সম্ভাবনা ইংল্যান্ডের জয়ী হওয়ার। সেনেগালের সম্ভাবনা ৩২ শতাংশ। দল ও খেলোয়ারদের নানা উপাত্ত, তথ্য, চলতি পারফরমেন্স—সব কিছু বিশ্লেষণ করে খেলার ফল নিয়ে অনুমান করে কাশেফ। দেখা যাচ্ছে তার করা বেশির ভাগ ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এই রোবটের।