সেলফি তুলে অ্যানিমেশন ছবি তৈরি করা যাবে স্ন্যাপচ্যাটে
সেলফি তুলে অ্যানিমেশন ছবি তৈরি করা যাবে স্ন্যাপচ্যাটে

অ্যানিমেশন তৈরির জন্য এআই লেন্স আনল স্ন্যাপচ্যাট

কার্টুনের আদলে অ্যানিমেশন ছবি তৈরির সুযোগ দিতে ‘অ্যানিমি’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) লেন্স চালু করেছে স্ন্যাপচ্যাট। লেন্সটি কাজে লাগিয়ে সেলফি ছবিকে অ্যানিমেশন ছবিতে রূপান্তর করা যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যানিমেশন ছবি তৈরি করে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে পোস্ট করতে পারবেন।

অ্যানিমেশন ছবি তৈরির জন্য প্রথমে স্ন্যাপচ্যাটের ‘ট্যাপ দ্য স্ক্রিন’ বাটনে ক্লিক করে সেলফি তুলতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই অ্যানিমেশন ছবি তৈরি হয়ে যাবে। এভাবে একাধিক সেলফি তুলে অ্যানিমেশন ছবি তৈরি করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ছবিতে থাকা বিষয়বস্তু নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারায় লেন্সটির মাধ্যমে ভালো মানের অ্যানিমেশন ছবি তৈরি করা সম্ভব।

গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘মাই এআই’ টুল চালু করে স্ন্যাপচ্যাট। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চ্যাটবটের প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি টুলটি ভার্চ্যুয়াল সহকারী হিসেবে কাজ করে। ফলে টুলটি কাজে লাগিয়ে সহজেই ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ক্যামেরা ফিল্টার ব্যবহারের পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তরও জানা যায়।
সূত্র: গ্যাজেটস নাউ