একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য কমিউনিটিজ সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলেই বিশেষ কমিউনিটির মধ্যে যোগাযোগ করতে পারেন। এবার কমিউনিটি ব্যবহারকারীদের জন্য পোল সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
পোল সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের চ্যাট অপশন থেকেই নির্দিষ্ট বিষয়ে পোল বা জরিপ চালাতে পারবেন কমিউনিটির প্রশাসকেরা। এ জন্য নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি চারটি উত্তরও লিখে দিতে পারবেন তাঁরা। ফলে জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা সহজে পছন্দের উত্তর জানিয়ে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, ২.২৩.১৭.২২ সংস্করণে শিগগিরই এ সুবিধা যুক্ত করা হবে।
জরিপের পাশাপাশি কমিউনিটিজ অপশনে ‘গ্রুপ সাজেশনস’ সুবিধাও চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই যেকোনো গ্রুপের নাম প্রশাসকের কাছে সুপারিশ করতে পারবেন। ফলে প্রশাসকেরা সহজেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন জনপ্রিয় গ্রুপকে কমিউনিটিজ অপশনে যুক্ত করতে পারবেন।
ডব্লিউ এ বেটা ইনফোর তথ্য মতে, নতুন গ্রুপ যুক্তের অনুরোধগুলো সহজে দেখার সুযোগ দিতে একটি বিভাগ যুক্ত করা হবে কমিউনিটিজ অপশনে। যেকোনো নতুন গ্রুপ যুক্তের অনুরোধ বিভাগটিতে জমা হবে। ফলে প্রশাসকের সহজেই নতুন গ্রুপ যুক্তের সিদ্ধান্ত নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের ২.২৩.১৭.১৫ সংস্করণে নতুন গ্রুপ যুক্ত করার অনুরোধ পাঠানো যাবে।
সূত্র: নিউজ১৮ডটকম