মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযুক্তি–দুনিয়ার আলোচিত মুখদের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরেছেন। স্টিভ জবস ও ইলন মাস্কের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি তাঁদের ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন গেটস। তিনি বলেন, সবাই আলাদা। ইলন কোনো কাজে পরিশ্রমী ও একাগ্র থাকেন। সম্ভবত খুব বেশি। স্টিভ জবসও সম্ভবত খুব বেশি পরিশ্রমী ছিলেন ও একাগ্র থাকতেন। খানিকটা রসিকতা করে তাঁদের তুলনায় নিজেকে ‘বি নাইস’ বা চমৎকার মানুষ বলেও উল্লেখ করেন গেটস।
অবশ্য তাঁদের মতোই একসময় খুবই পরিশ্রমী ও একনিষ্ঠ ছিলেন বিল গেটস নিজেও। বলেছেন সে কথাও। যখন তাঁর বয়স বিশের কোঠায়, তখন তিনি ভীষণ পরিশ্রমী ছিলেন। তাঁর ভাষ্য, ‘আমার ২০ বছর বয়সে আমি শুধুই মাইক্রোসফট নিয়ে ভেবেছি। সপ্তাহিক ছুটি বা অন্য কোনো ছুটিতে বিশ্বাস করতাম না।’
বিল গেটস তাঁর সহকর্মীদের গাড়ির নম্বরপ্লেট মনে রাখতে পারতেন, এমন কথা চালু রয়েছে। সে বিষয়েও তাঁকে প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি বলেন, খুব বেশি লাইসেন্স প্লেট আসলে নয়। মাত্র কয়েক শ কর্মী কাজ করতেন। কে কখন প্রবেশ করতেন এবং বেরিয়ে যেতেন, এটা আমি এখনো আপনাকে বলতে পারব।’
সেই পুরোনো দিনের স্মৃতি তাঁকে এখনো ভাবায়। সেই অদম্য ইচ্ছাশক্তির দিনগুলোকে তিনি ইতিবাচক অভিজ্ঞতা মনে করেন। এমনকি তাঁর এখনকার চিন্তাভাবনাতেও সেগুলোর প্রতিফলন রয়েছে।
বিল গেটস ও স্টিভ জবস একসময় শুধু ব্যবসায়িক প্রতিযোগীই ছিলেন না; পাশাপাশি তাঁরা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই বলতেন। গেটসের তখনকার ভাবনা ছিল, স্টিভ জবসের পণ্যের দাম অনেক বেশি।
সূত্র: গ্যাজেটস নাউ