দেশের বাজারে ‘এ ৯ ২০২০’ মডেলের স্মার্টফোন বিক্রি শুরু করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। নতুন ফোন বিক্রি উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮ গিগাবাইট র্যাম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার এ৯ ২০২০ স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৬৫ মোবাইল প্ল্যাটফর্ম রয়েছে। ডিভাইসটিতে রয়েছে গেম বুস্ট ২.০ প্রযুক্তি। ফিচারটি স্ক্রিনের সেন্সিটিভিটি বাড়ানোর পাশাপাশি ফোনের প্রসেসিং গতিও বাড়িয়ে দেবে।
স্মার্টফোনটি পাওয়া যাবে ২৪ হাজার ৯৯০ টাকায়।
অপো এ৯ ২০২০ স্মার্টফোনটি বিক্রি উপলক্ষে অপো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার আয়োনো লিউ বলেন, ‘স্মার্টফোনটি ব্যাপক আগাম ফরমাশ পেয়েছিল। এখন বিক্রি শুরু করতে পেরে আমরা আনন্দিত। দেশজুড়ে সকল অপো আউটলেট, শপিং মল এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ক্রেতারা স্মার্টফোনটি কিনতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ, মডেল সাবিলা নূর, মার্কেটিং ও পিআর ম্যানেজার ইফতেখার সানি, মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভী, মহাব্যবস্থাপক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সেলস ম্যানেজার আনোয়ার হোসেন প্রমুখ।