একবার দেখা হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সে বার্তা মুছে যাওয়ার সুবিধা এল হোয়াটসঅ্যাপে। আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একসঙ্গে তা চালু করা হয়।
‘ভিউ ওয়ানস’ নামের সুবিধায় হোয়াটসঅ্যাপে বার্তা এলে প্রাপক তা খুলে দেখার পর ছবি বা ভিডিও নিজে থেকে মুছে যাবে। প্ল্যাটফর্মটির ভাষ্যমতে, ব্যবহারকারীদের তাঁদের তথ্যের গোপনীয়তার ওপর আরও নিয়ন্ত্রণ দেওয়ার অংশ এটি। সুবিধাটির একটি ভালো দিক হলো, ছবি বা ভিডিও প্রাপকের ফটো গ্যালারিতেও সেভ হয়ে থাকে না। আবার সেটি ফরওয়ার্ড করার অপশনও নেই।
মন্দ দিকও আছে। বিশ্বাস করা যায়, এমন মানুষকেই কেবল ভিউ ওয়ানস বার্তা পাঠানোর পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। কারণ, ছবি ফটো গ্যালারিতে সেভ করা না গেলেও স্ক্রিনশট নিতে বাধা নেই। আবার স্ক্রিন রেকর্ডারের মাধ্যমেও তা রেকর্ড করা যেতে পারে। অন্য কোনো ডিভাইস থেকেও ছবি তুলে রাখলেও কিছু করার থাকবে না।
এবার চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে কীভাবে এমন বার্তা পাঠাবেন।
শুরুতেই হোয়াটসঅ্যাপ সর্বশেষ সংস্করণে আপডেট করে নিতে হবে।
আপডেট হয়ে গেলে যেকোনো চ্যাট উইন্ডো খুললে প্রাপককে ছবি বা ভিডিও পাঠানোর অপশন পাবেন।
মিডিয়া ফাইল নির্বাচনের সময় ছোট্ট একটি বৃত্তাকার অপশন দেখাবে যেখানে ইংরেজিতে এক লেখা থাকবে।
এক লেখা গোলাকার অপশনে ট্যাপ করলে ভিউ ওয়ানস মিডিয়া সচল হবে।
ভিউ ওয়ানস ফাইল পাঠানোর পর সে বার্তা নির্বাচন করে ডান দিকে সোয়াইপ করলে দেখাবে বার্তাটি প্রাপক খুলেছেন বা দেখেছেন কি না।
সুবিধাটি হোয়াটসঅ্যাপের গ্রুপ মেসেজেও কাজ করে। ওপরের পদ্ধতি মেনে গ্রুপে বার্তা পাঠালেই চলবে। একইভাবে বার্তা নির্বাচন করে ডান দিকে সোয়াইপ করলে দেখাবে গ্রুপের কোন সদস্য তা খুলেছেন।
ওই এক লেখা বৃত্তে ট্যাপ করে সুবিধাটি বাতিলও করা যাবে।
আরেকটি ব্যাপার এখানে মনে রাখা ভালো, ভিউ ওয়ানস বার্তার মেয়াদ ১৪ দিন। অর্থাৎ ১৪ দিন না খুললে এরপর তা এমনিতেই মুছে যাবে। ভিউ ওয়ানস বার্তাতেও হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড প্রোটেকশন কাজ করে। অর্থাৎ প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রাপক আর প্রেরক ছাড়া আর কেউ তা দেখতে পাবে না।