ডাচ ম্যাপিং ও নেভিগেশন প্রতিষ্ঠান টমটমের সঙ্গে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার টমটমের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, হুয়াওয়ে তাদের স্মার্টফোনের অ্যাপ হিসেবে টমটমের ম্যাপ ও সেবা ব্যবহার করতে পারবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতীয় নিরাপত্তার অজুহাতে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। এর ফলে মার্কিন বেশ কিছু প্রতিষ্ঠানের প্রযুক্তি ও সেবা হুয়াওয়ের জন্য বন্ধ হয়ে যায়। হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম সামনে আনতে বাধ্য হয়।
গুগলের অফিশিয়াল অ্যান্ড্রয়েড সিস্টেমের ব্যবহার বন্ধ হওয়াতে হুয়াওয়ের স্মার্টফোনে ম্যাপসের মতো গুগলের জনপ্রিয় সেবা পাওয়ার সুযোগ নেই।
টমটমের সঙ্গে চুক্তি হওয়ায় হুয়াওয়ে তাদের নতুন অ্যাপ তৈরিতে ডাচ কোম্পানিটির ম্যাপ, ট্রাফিক তথ্য ও নেভিগেশন সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
টমটমের মুখপাত্র রেমকো মিরস্ট্রা বলেছেন, বেশ কিছুদিন আগেই চুক্তি হয়েছে। তবে তা এত দিন প্রকাশ করা হয়নি।
সম্প্রতি টমটম কর্তৃপক্ষ হার্ডওয়্যার থেকে সরে এসে ম্যাপ-সংক্রান্ত সফটওয়্যার ব্যবসায় বেশি মনোযোগী হয়েছে।
বাজার বিশ্লেষকেরা টমটম ও হুয়াওয়ের চুক্তিকে গুগলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন।