সামাজিক দায়বদ্ধ কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে দেশে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারে অনুদান হিসেবে যন্ত্রপাতি সহায়তা দিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী নিউ ডিওএইচএসে অবস্থিত পিএফডিএর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্তৃপক্ষের কাছে এসব যন্ত্রাংশ হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন। হুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হুয়াওয়ের পক্ষ থেকে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষকে আল্ট্রা সাউন্ড থেরাপি (ইএসটি), আল্ট্রা রেড রেডিয়েশন (আইআরআর), শর্ট ওয়েভ ডায়াথারমি (এসডব্লিউডি), ইলেকট্রিক্যাল মাসল স্টিমুলেটর (ইএমএস), বেড, অন্যান্য যন্ত্রাংশসহ ট্রাকশন মেশিন (পেলভিক অ্যান্ড কার্ভিক্যাল ট্র্যাকশন) দেওয়া হয়েছে। এসব যন্ত্রাংশ ওই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও এর শিক্ষার্থীদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা দিতে সহায়তা করবে। এ ছাড়া শিক্ষার্থীরা এসব যন্ত্রাংশ ব্যবহার করে প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা গ্রহণ করতে পারবে।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন বলেন, সামাজিক অবস্থা বিবেচনায় ও প্রয়োজনে হুয়াওয়ের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এ কাজে এগিয়ে এসেছে। ‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’ শীর্ষক একটি দাতব্য কর্মসূচির আওতায় যারা অবহেলিত, তাদের সহায়তা করা হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সাজিদা রহমান ও হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।