‘ফ্রিস্টাইল’ প্রজেক্টর
‘ফ্রিস্টাইল’ প্রজেক্টর

গ্যাজেট

হাতের মুঠোয় সিনেমা হল

বন্ধুদের সঙ্গে দল বেঁধে সিনেমা দেখার দিন ফুরাচ্ছে। এখন মন চাইলেই নিজের বা বন্ধুর বাড়িতে সিনেমা দেখার সুযোগ মিলবে। বন্ধুর বাড়িতে ভালো মানের প্রজেক্টর না থাকলেও ক্ষতি নেই। আপনিই হাতে করে নিয়ে যেতে পারেন ৮৩০ গ্রাম ওজনের আকারে ছোট ‘ফ্রিস্টাইল’ প্রজেক্টর।

স্যামসাংয়ের তৈরি প্রজেক্টরটিতে সর্বোচ্চ ১০০ ইঞ্চি স্ক্রিনে ভিডিও দেখা যায়। দেয়াল সমান না হলেও সমস্যা নেই, প্রজেক্টরটিতে রয়েছে স্বয়ংক্রিয় ফোকাস ও লেভিলিং সুবিধা। ফলে দেয়ালের উঁচুনিচু স্থান বুঝে ভিডিও দেখাতে পারে।

টাইজান অপারেটিং সিস্টেম চলা ১০৮০ পিক্সেলের প্রজেক্টরটি স্মার্ট টেলিভিশনের পাশাপাশি হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের ভিডিও বড় পর্দায় দেখাতে পারে। শুধু তা–ই নয়, প্রজেক্টরটিতে থাকা স্পিকারে ঘরের চারপাশে সমানভাবে শব্দ শোনা যায়। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে চলা কনজুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) প্রজেক্টরটি প্রদর্শনের পাশাপাশি অগ্রিম অর্ডার নিচ্ছে স্যামসাং। দাম পড়বে ৯০০ ডলার।

সূত্র: ম্যাশেবল