স্মার্টফোনের বাজার হিসেবে চীনের পর এত দিন দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। কাউন্টারপয়েন্ট রিসার্চ নামের এক গবেষণা প্রতিষ্ঠান বলছে, যুক্তরাষ্ট্রকে হটিয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ২০১৯ সালে দেশটিতে প্রায় ১৫ কোটি ৮০ লাখ স্মার্টফোন বাজারজাত করা হয়।
চীন যথারীতি প্রথম স্থানে। মজার ব্যাপার হলো, ভারতের দ্বিতীয় স্থানে উঠে আসার পেছনে বড় অবদান ওই চীনেরই। মানে চীনা প্রতিষ্ঠানগুলোর তৈরি স্মার্টফোনে ছেয়ে গেছে ভারতের বাজার।
ভারতে ২০১৯ সালে বাজারজাত করা স্মার্টফোনের ৭২ শতাংশ শাওমি, ভিভো, অপো ও রিয়ালমির তৈরি। চীনা এই প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক কম দামের ফোনগুলোই ভারতে বেশি চলছে। আবার দেশটিতে চীনা স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে ওই প্রতিষ্ঠানগুলো তরতর করে ওপরে উঠছে। উদাহরণ হিসেবে শাওমির কথা বলা যেতে পারে। ভারতে তাদের সবচেয়ে বড় বাজার, এমনকি চীনের চেয়েও।
ভারতে ভালো করছে আইফোনও। প্রতিবেদনটি বলছে, আইফোন ১১ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ার পর এবং আইফোন টেনআর মডেলটির দাম কমানোয় মার্কিন প্রতিষ্ঠানটির বিক্রি সেখানে কিছুটা বেড়েছে। স্যামসাংয়ের বেলায় অবশ্য একই কথা বলা যায় না। ২০১৯ সালে ভারতে তাদের বাজার সম্প্রসারণ হয়নি মোটেও। ২০১৮ সালের তুলনায় বরং ৫ শতাংশ কমেছে।
যা হোক, প্রতিবেদনটি দেখে বলা যেতে পারে, ভারতের বিশাল জনসংখ্যার কাছে স্মার্টফোন কাজের যন্ত্র হয়ে উঠছে। তা ছাড়া, বাজারের দ্বিতীয় স্থানে থাকা দেশটির মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতি জোর দেবেন স্মার্টফোন প্রস্তুতকারকেরা। সূত্র: ম্যাশেবল