মুঠোফোনে দুটি হেডফোন ব্যবহারের পদ্ধতি
মুঠোফোনে দুটি হেডফোন ব্যবহারের পদ্ধতি

স্মার্টফোনে একসঙ্গে দুটি হেডফোন ব্যবহার করবেন যেভাবে

মুঠোফোনে সাধারণত একটি হেডফোনে গান শোনা যায়। তবে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের পাশাপাশি বেশ কিছু মুঠোফোনের ডুয়েল অডিও সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে দুটি ব্লুটুথ হেডফোনে গান শোনা যায়। একসঙ্গে দুটি হেডফোনে গান শোনার জন্য প্রথমে মুঠোফোনের Settings অ্যাপ চালু করে Connections অপশন নির্বাচন করুন।

মুঠোফোনের ব্লুটুথ অপশনে প্রবেশ করে প্রথমে একটি ব্লুটুথ ইয়ারফোন/হেডফোন মুঠোফোনের সঙ্গে যুক্ত করুন। ঠিক একইভাবে দ্বিতীয় ইয়ারফোন/হেডফোন মুঠোফোনের সঙ্গে যুক্ত করলেই ব্লুটুথ মেনুতে একটা পপআপ মেনু দেখা যাবে। দুটি হেডফোন একসঙ্গে চালুর অনুমতি দেওয়ার পর Go to Media output অপশনে ট্যাপ করতে হবে।

media output preferences চালুর পর আপনি যে ব্লুটুথ হেডফোনগুলোতে অডিও শুনতে চান, সেগুলোর নাম নির্বাচন করলেই মুঠোফোনের ডুয়েল অডিও ফিচার চালু হয়ে যাবে। ফলে একই সঙ্গে দুজন ব্যক্তি আলাদা হেডফোনে মুঠোফোনের গান শুনতে পারবেন।