বিশেষজ্ঞ রেডিওলজিস্টদের মতোই স্তন ক্যানসার শনাক্ত করতে পারবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একদল গবেষকের গবেষণায় এ তথ্য দেখানো হয়। বুধবার নেচার জার্নালে প্রকাশিত এক জরিপে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা স্তন ক্যানসার নির্ণয় নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রায় ২০ শতাংশ ক্ষেত্রে রেডিওলজিস্টরা স্তন ক্যানসার শনাক্ত (ম্যামোগ্রাম) করতে ব্যর্থ হন এবং যে নারীরা ১০ বছর ধরে পরীক্ষা করিয়ে আসছেন, তাঁদের মধ্যে অর্ধেক প্রতিবেদনে ভুল এসেছে।
এআই সিস্টেমটিকে প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যের লন্ডনের ইম্পিরিয়াল কলেজ ও ন্যাশনাল হেলথ সার্ভিসের গবেষকদের সমন্বয়ে গঠিত এ দলটি কয়েক হাজার ম্যামোগ্রামের প্রতিবেদন ইনপুট দেয়। এরপর তারা যুক্তরাজ্য থেকে ২৫,৮৫৬ এবং যুক্তরাষ্ট্র থেকে ৩,০৯৭ সেট ম্যামোগ্রাম থেকে প্রাপ্ত ফলাফলের সঙ্গে এআই সিস্টেমের ফলাফলের তুলনা করে দেখে। এতে দেখা যায়, এআই সিস্টেমটি বিশেষজ্ঞ রেডিওলজিস্টদের মতোই একই ধরনের নির্ভুলতার সঙ্গে স্তন ক্যানসার শনাক্ত করতে পারে। সূত্র: গেজেটস নাউ