অ্যাপলের দুই সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি একটি কম্পিউটার যুক্তরাষ্ট্রে নিলামে উঠছে। প্রায় ৪৫ বছর আগে তৈরি কম্পিউটারটি এখনো সচল।
নিলামে তোলা কম্পিউটারটি আপল-১ মডেলের। প্রতিষ্ঠানটির বাজারজাত করা প্রথম সিরিজের কম্পিউটার সেটি, আধুনিক ম্যাকবুকের পূর্বসূরি বলা চলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠেয় নিলামে সেটির দাম ছয় লাখ মার্কিন ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেটির সঙ্গে ১৯৮৬ মডেলের প্যানাসনিক ভিডিও মনিটরও আছে।
অ্যাপল-১ মডেলের কম্পিউটারগুলোর কেবল ২০০টি জবস ও ওজনিয়াক নিজ হাতে বানিয়েছিলেন। যে গ্যারেজে তাঁরা অ্যাপল শুরু করেছিলেন, কম্পিউটারটি সেখানেই বানানো বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
কোয়া কাঠের কাঠামোয় কম্পিউটারটি বানানো বলে সেটি আরও দুর্লভ। কারণ, অ্যাপল-১ মডেলের শুরুর ওই ২০০টি কম্পিউটারই কেবল এভাবে বানানো হয়েছিল।
জন মোরান অকশনিয়ার্স নামের নিলামঘর কম্পিউটারটি নিলামে তুলছে। নিলামঘরের পক্ষ থেকে বলা হয়, এ কম্পিউটারের মালিক এর আগে কেবল দুজন ছিলেন।
নিলামঘরের ওয়েবসাইটে কম্পিউটার সম্পর্কে লেখা আছে, প্রথমে এটা ক্যালিফোর্নিয়ার চ্যাফি কলেজের ইলেকট্রনিকসের এক অধ্যাপক কিনেছিলেন। ১৯৭৭ সালে তাঁর শিক্ষার্থীর কাছে এটি বিক্রি করেন তিনি।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যে শিক্ষার্থী কিনেছিলেন, কম্পিউটারটির জন্য কেবল ৬৫০ ডলার দিয়েছিলেন তিনি। এখন বেশ দামে বিক্রি করার সুযোগ পাবেন। ২০১৪ সালে একই মডেলের আরেকটি সচল কম্পিউটার বিক্রি হয়েছিল ৯ লাখ ডলারে।