সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের সামাজিক প্রতিষ্ঠান ‘লিটার অব লাইট বাংলাদেশ’-এর পরিচিতি অনুষ্ঠান হলো। বিদ্যুৎবঞ্চিত মানুষের আলোর অসুবিধা দূর করার লক্ষ্যে নতুন উদ্যোগ সম্পর্কের জানানোর জন্য এ আয়োজন করা হয়। লিটার অব লাইট বাংলাদেশ হচ্ছে ফিলিপাইনের আন্তর্জাতিক কমিউনিটি প্রতিষ্ঠান লিটার অব লাইটের বাংলাদেশি চ্যাপটার। এ কার্যক্রম পরিচালনা করছে লাইটস ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটার অব লাইট মূলত বিদ্যুৎবঞ্চিত লোকজনকে সহজে লাইট তৈরি করার পদ্ধতি শেখায়। এর স্বেচ্ছাসেবকেরা সোলার প্যানেল, ব্যাটারি, পিভিসি পাইপ ও বোতল দিয়ে স্ট্রিট লাইট ও ল্যাম্প তৈরি করেন। সেগুলো বিদ্যুৎসুবিধা-বঞ্চিত অঞ্চলে বিতরণ করা হয়।
লিটার অব লাইট বাংলাদেশের নির্বাহী পরিচালক সানজিদুল আলম জানান, কম খরচে সোলার লাইট তৈরি শিখতে পারলে শিক্ষার্থীদের কাজে লাগবে। সামাজিক সমস্যার সমাধান হবে।
লিটার অব লাইট সারা বিশ্বে ২০টির বেশি দেশে কাজ করছে। উদ্ভাবনী ধারণাটি ছড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। লিটার অব লাইট বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রকৌশলী দলটি সহজলভ্য কাঁচামাল দিয়ে পাঁচ ধরনের বাতি তৈরি করেছে।