পরামর্শ

সব বিষয়ে সমান মনোযোগ দেবে

মো. ইমামুল হুদা
মো. ইমামুল হুদা

এসএসসি পরীক্ষার আর বেশি দিন নেই। তাই এ সময়ের মধ্যে প্রস্তুতি হিসেবে সব বিষয়ের প্রতি সমান মনোযোগ দেবে। সাধারণত শিক্ষার্থীরা নিজেদের বিবেচনায় কঠিন বিষয়ের দিকেই বেশি নজর দেয়। অপেক্ষাকৃত সহজ বিষয়গুলোর ব্যাপারে তেমন মনোযোগ দেয় না। এটা ঠিক নয়। সব বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। সৃজনশীল ও বহুনির্বাচনি অংশের উত্তর খুব সতর্কতার সঙ্গে পড়তে হবে। ছাত্রছাত্রীরা এ বছরের জন্য যা যা বাছাই করেছে, শুধু সেসব বিষয় রিভিশন দিলেই চলবে। প্রশ্ন হাতে পাওয়ার পরে তা অন্তত দুইবার পড়ে নেবে। দেখবে কোনটি তোমার শেখা থেকে এসেছে। এরপর নির্বাচন করবে কোন কোন প্রশ্নের উত্তর দেবে। সঠিকভাবে প্রশ্ন নির্বাচন করে উত্তর লিখবে।

অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা