লাইভ লোকেশন
লাইভ লোকেশন

লাইভ লোকেশনের তথ্য জানাবে স্ন্যাপচ্যাট

বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে অবস্থানের হালনাগাদ তথ্য জানানোর সুযোগ দিতে লাইভ লোকেশন ফিচার চালু করেছে স্ন্যাপচ্যাট। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে এক বা একাধিক ব্যক্তিকে নিজেদের হালনাগাদ অবস্থানের তথ্য জানানো যাবে। ফলে বন্ধুরা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বা নির্দিষ্ট স্থানে একে অপরকে দ্রুত খুঁজে পাবেন। পরিবারের সদস্যরাও সন্তানের অবস্থান জানার সুযোগ পাবেন।

লাইভ লোকেশন সুবিধা চালু করে ১৫ মিনিট থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত একটানা নিজেদের হালনাগাদ অবস্থানের তথ্য জানানো যাবে। লাইভ লোকেশন সুবিধা চালু করলেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির ‘লাইভ’ আইকনে ব্যবহারকারী ব্যক্তিদের বিটমোজি (কার্টুন ইমেজ) দেখা যাবে। এতে ক্লিক করলেই স্ন্যাপচ্যাট ব্যবহারকারী ব্যক্তিদের অবস্থানের হালনাগাদ তথ্য জানা যাবে। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ অবস্থানের তথ্য জানতে পারবেন না। এমনকি স্ন্যাপচ্যাটের বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরাও এ সুযোগ পাবেন না।

২০১৭ সাল থেকেই ব্যবহারকারী ব্যক্তিদের অবস্থানের তথ্য বন্ধুদের জানানোর সুযোগ চালু রয়েছে স্ন্যাপচ্যাটে। তবে সরাসরি নয়, এত দিন শুধু নিজেদের অবস্থানের আনুমানিক তথ্য জানানোর সুযোগ মিলত। নতুন এ সুযোগ কাজে লাগিয়ে অবস্থানের তথ্য সরাসরি জানানো যাবে।

সূত্র : এনডিটিভি