রোবট ইনোভেটরস মিটআপে অংশগ্রহণকারীদের সঙ্গে আয়োজকেরা
রোবট ইনোভেটরস মিটআপে অংশগ্রহণকারীদের সঙ্গে আয়োজকেরা

রোবট ইনোভেটরস মিটআপ

রোবট অলিম্পিয়াডে সোনাজয়ীদের সংবর্ধনা

বাংলাদেশে রোবট নিয়ে কাজ করা ব্যক্তিদের একই প্ল্যাটফর্মে এনে ভবিষ্যত করণীয় ঠিক করতে আজ ৮ জানুয়ারি ঢাকায় হয়ে গেল ‘রোবট ইনোভেটরস মিটআপ’। ‘বাংলাদেশ ইনোভেশন ফোরাম’ আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে রোবট উদ্ভাবনের সহায়ক প্রযুক্তি ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ রোবট প্রযুক্তি নিয়ে কাজ করা ১৫ জন প্রযুক্তিবিদ অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক পাওয়া বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান জানান, চতুর্থ শিল্পবিপ্লব সামনে রেখে সারা পৃথিবীই রোবটপ্রযুক্তিতে ঝুঁকছে। আমাদের উদ্ভাবকদের এ বিষয়ে ধারণা দিতেই এ উদ্যোগ। ভবিষ্যতে বাংলাদেশে রোবট নিয়ে কাজ করা সবাইকে আমাদের সঙ্গে যুক্ত করতে চাই।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহীদ উল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব নাহিদা সুলতানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের অধ্যাপক লাফিফা জামাল।