দেশের বাজারে ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ প্রো আনছে শাওমি। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ২০ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরাসহ নতুন ফিচার।
রেডমি কে২০ প্রোতে রয়েছে ১৬.২ সেন্টিমিটার (৬.৩৯ ইঞ্চি) ফুল এইচডি প্লাস অ্যামোলেড হরিজন ডিসপ্লে। এর চারপাশে বেজেল রাখা হয়েছে খুবই অল্প পরিসরে।
রেডমি কে২০ প্রোতে রয়েছে সনি আইএমএক্স ৫৮৬ সেন্সরসমৃদ্ধ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল ২ এক্স টেলিফটো ক্যামেরা এবং একটি ১২৪.৮ ফিল্ড অব ভিউ সুবিধা–সংবলিত ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা।
ফোনটির ব্যাটারি ৪ হাজার এমএএইচ। ফোনটিতে আরও রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফাস্ট-চার্জ সাপোর্ট।
রেডমি কে২০ প্রো ফোনটির ৮ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজে সংস্করণটির দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা।