যৌথভাবে টুইট বার্তা লিখে পোস্ট করার সুযোগ মিলবে টুইটারে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে দুজন টুইটার ব্যবহারকারী নিজেদের পছন্দের বা একমত হওয়া বিষয়ে যৌথভাবে টুইট করতে পারবেন। ‘কো টুইট’ নামের এ সুবিধা চালুর জন্য আনুষ্ঠানিকভাবে পরীক্ষা কার্যক্রমও শুরু করেছে টুইটার।
যৌথভাবে লেখা টুইট বার্তায় দুজন লেখকের নামই দেখা যাবে। করা যাবে মন্তব্যও। শুধু তা–ই নয়, টুইট বার্তাটি দুজন লেখকেরই অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে টুইটারে পোস্ট হবে। ফলে অনেক বেশি টুইটার ব্যবহারকারীর কাছে নিজেদের বার্তা পৌঁছানো যাবে। এতে বাণিজ্যিকভাবে পণ্যের প্রচারণাও চালানো যাবে।
এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ কোরিয়ার নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। ব্যবহারকারীদের মতামতের ওপর ভিত্তি করে এ সুবিধার মানোন্নয়ন করা হবে।
যৌথভাবে টুইট বার্তা লেখার জন্য প্রথমে নির্দিষ্ট টুইটার ব্যবহারকারীকে ‘টুইট টুগেদার উইথ কোটুইটস’ নামের বার্তা পাঠাতে হবে। টুইটার ব্যবহারকারী সম্মতি দিলেই কেবল যৌথভাবে টুইট বার্তা পাঠানো যাবে।
সূত্র: টেকক্রাঞ্চ